Back

History of BTTDC

HomeHistory
Picture2 History
11 History

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।
আমাদের বাংলাদেশে শিক্ষিত হারের সংখ্যা বাড়লেও চাকুরির বাজার খুবই মন্দা। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে বেকারত্ব। তাই বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের মাধ্যমে লাখো বেকারের মুখে সর্ট কোর্সের মাধ্যমে হাসি ফুটিয়েছে।
বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। আমরা এক দল তরুণ নিজের ক্যারিয়ার বাদ দিয়ে নিজেরাই তৈরী করেছি বেশ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে Alpha H & E Development Ltd, Universal Foundation, Sonar Bangla School, dinajpur24.com, goodjobbd.com, bttdc.org, vdoctors.org সহ অনেক সেবামুলক প্রতিষ্ঠান গড়তে পেরেছি। এ জন্য মহান আল্লাহ তালার দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি।
আমরা মনে করি চাকুরি না করেও সর্ট কোর্স করে নিজেরা স্বাবলম্বী হতে পারে।আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের লক্ষ-লক্ষ বেকার যুবরা সে নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এটাই আমাদের প্রাপ্তি।
এখানে Computer, আউট সোর্সিং, Nursing, Pathology, RMP, LMAFP, DMA, ভূমি জরিপ, ড্রাইভিং, সেলাই প্রশিক্ষণ, Electrical & House Wiring, Refrigeration & Air Conditioning, সহ ছোট ছোট কোর্স এ বিভিন্ন ট্রেডে ভর্তি হয়ে লক্ষ-লক্ষ বেকার আজ হয়েছে এবং হচ্ছে স্বাবলম্বী।
সময়ের পরিক্রমায় আজ আমাদের প্রতিষ্ঠানটি আজ পেয়েছে পূর্ণতা।সার্বক্ষনিক বিদ্যুত ব্যবস্থা সহ রয়েছে মাল্টিমিডিয়ায় ক্লাশ।
এই শিক্ষালব্ধ জ্ঞান পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে সেবা প্রদান করে উন্নত স্বাস্থ্য সেবা এবং মানুষের সকল প্রকার সেবা নিশ্চিত করবে আমাদের ছাত্র-ছাত্রীরা।